Susanta Ghosh

ELG Maths Teacher | Secondary Tuitions Teacher | ITE Trainer | Accountant | Computer Teacher

সুশান্ত ঘোষ (বাবু) সূচনাতে ৯ বছর যুক্ত আছে। সে যখন সূচনাতে প্রথম আসে তখন মাত্র ৩৬ জন ছাত্র ছাত্রী ছিল। তখন শুধু ই.এল.জি.(ELG) হতো। এখন সূচনাতে ২৫০ জনের বেশি ছাত্র ছাত্রী আছে এবং অনেক প্রোগ্রাম (program) বেড়েছে। বাবু এখানে ELG ও টুইসনে অঙ্কের শিক্ষক। কম্পিউটারের শিক্ষক। আই.টি.ই. (ITE) এর ‘মাস্টার ট্রেনার’। ELG ও কম্পিউটারের ডেভেলপমেন্ট করে। সূচনার অ্যাকাউন্টস দেখাশুনোও করে। ছোট থেকে বড়ো সব রকম বাচ্চাদের সাথে কাজ করতে বাবুর খুব ভালো লাগে, বিশেষ করে St/Sc বাচ্চাদের বেশি ভাল লাগে।
“ সূচনাতে কাজ করতে করতে অনেক কিছু শিখেছি, এখনো শিখছি, আমার মনে হয় এটা সব থেকে বড়ো পাওয়া। সূচনাতে কাজ করতে পেরে আমি খুব খুশি। ”

Susanta Ghosh (Babu) has been with Suchana for 9 years now. When he first joined, there were only 36 children involved! Only the ELG programme used to run. There now 250 children that take part in many more programmes than before. Here he teaches Maths in the ELG and Tuitions, and is also the Computer teacher. He is also the Master Trainer for the ITE project. Another of important jobs is as the Accountant.

He likes working with children all through the age groups, especially the ‘Scheduled Cast and ‘Scheduled Tribe’ children.

“I have learned a lot while working in Suchana; I think this is my biggest gain. I really love working here.”