Shanto Kora

Secondary Tuitions Teacher | First Language Materials Developer | ITE Computer Facilitator

শান্ত ২০০৭ সালে সূচনার ইলজি-র শিক্ষক হিসাবে সূচনার সঙ্গে যুক্ত হয়। সূচনায় শিক্ষকতা করতে গিয়ে শান্ত অনেক কিছু শিখেছে। আদিবাসী সাপ্পরট-এর অধিনে কোড়া ভাষার সম্প্রসারন, নাচ গান ইত্যাদির ওপর নানা রকম কাজকর্ম শান্ত করে। এছাড়া আইটি-র সঙ্গে যুক্ত হওয়ায় ওর খুব ভাল লাগে। আর একটা কথা না বলে থাকতে পারছেনা শান্ত, সেটা হল কোড়া ভাষায় বাংলা লিপির সাহায্যে বর্ণ পরিচয়ের বই “অলঃ পরহা” লিখে ও এওয়ার্ড পায়, ২০১০ সালে।

Shanto joined Suchana in 2007 as an ELG teacher. He has learned a lot from training to be a teacher. Shanto does various work in Adivasi support, including in the expansion of the disappearing Kora language and in song and dance. Other than this, Shanto also enjoys being a part of the ITE project. Shanto won an award in 2010 for his book ‘Olo porha’, a children’s Kora alphabet book using the Bengali script.