Sandip Majhi
Secondary Tuitions Teacher
সন্দীপ সূচনায় ২০১৪ সালে ITE প্রোগ্রামে ইংরেজির শিক্ষক হিসেবে যোগদান করে। কিছুদিন পরেই ELG-র সাথে যুক্ত হয়। বর্তমানে ITE-র development- এর কাজ করে। সূচনার সকল বাচ্ছা নিয়ে কাজ করতে সন্দীপের খুব ভালো লাগে। ক্রিকেট খেলতে এবং ফুটবল দেখতে সন্দীপ খুব ভালোবাসে। ওর কবিতা লিখতে খুব ভাল লাগে। ডিটেকটিভ গল্প পরতে ভাল লাগে। সুচনায় এসে গাড়ি চালাতে শিখেছে।
Sandip joined Suchana in 2014 as an English teacher in ITE programme, joining the ELG programme soon after. He now also works in ITE management. He likes working with all of Suchana’s children, playing cricket and football and also likes to write poems.