Kalicharan Kora
Mobile Library Van Driver | Events Assistant
কালিচরন কোঁড়া সূচনার সাথে প্রথম যুক্ত ২০১৩-এর জুলাই মাসে, মোবাইল লাইব্রেরী ভ্যান-ড্রাইভার হিসাবে। সূচনা থেকে অন্য-অন্য গ্রামে বই নিয়ে যাওয়া হচ্চে তার কাজ। এতদিনে আনেক গ্রামের বাচ্ছাদের সঙ্গে কালিচরনের পরিচিত হয়েছে আর সব বাচ্ছারা টাকে চেনে। আমার সঙ্গে কথা বলতে আর কেও ভই করে না।
“সুচনাই আমার সবচেয়ে বেশী ভাল লাগে সব বাচ্ছাদের সঙ্গে মিলে মিশে খেলতে, তেদের গল্প শোনাতে, আর ছরা পড়াতে।
Kalicharan Kora first joined Suchana in July 2013, as the van-driver for the mobile library. His job is to take books from Suchana to the villages around it and this has got him to know many of the children from all of these places and all the children know him. They aren’t shy of him any more.
“The thing I like most about Suchana is playing with the small children, telling them stories and reading out poems.”