Churki Hansda
ITE Secondary Tuitions Teacher | Assistant Accountant | First Language Materials Developer
চুড়কী হাঁসদা ২০১৩ সালে সূচনাতে যোগদান করে আই টি ই শিক্ষক হিসাবে। সূচনাতে এসে প্রথম কম্পিউটার শেখে । এ ছাড়াও চুড়কী সুচনাতে গাড়ি চালানো শিখেছে। ও বিভিন্ন সরকারী বিদ্যালয় ও অনেক গ্রামে আই টি ই ক্লাস করে । আই টি ই ক্লাস করার সময় বাচ্চাদের সাথে কম্পিউটার নিয়ে কাজ করতে ওর খুব ভালো লাগে। চুড়কী Story Weaver এ সাঁওতালি গল্প লেখে, অঙ্গনওয়াড়ি শিক্ষকদের ট্রেনিং দেয়: কিভাবে সাওতালি বাচ্চাদের ওদের মাতৃ ভাষায় শিক্ষা দেওয়া যায়। এছাড়াও ও সূচনার Accounts এর কাজ করে ।
Churki joined Suchana in 2013 as an ITE teacher. She learned how to use computers for the first time at Suchana, as well learning to drive. Her work involves visiting various state schools around the area to teach ITE classes, during which she loves to work with the children on their computers. Churki also develops Santali stories on Story Weaver and trains the local Anganwari teachers: on integrating first language education for the students. She is also involved with Suchana accounts.