Bhabini Baski
Pre-school Teacher & Manager | First Language Materials Developer
সূচনায় ২০০৪ সালে প্রথম টিচার হিসেবে ভাবিনি যোগদান করে। ভাবিনি ইলজিতে ছোট বাচ্চাদের সাঁওতালি ভাষায় পড়াইয় এবং প্রাক-প্রাথুমিক বিভাগ দেখাশুনো করে। এর ওপর সাঁওতালি ভাষার উন্নতির জন্য আদিবাসী সাপোর্ট-এর কাজ করে। তার সঙ্গে সাঁওতালি ছড়া-গান এক্তিভিতি করে। ভাবিনি প্রথম সাঁওতালি মেয়ে, ওদের গ্রামে যে কলেজ জায়।ও সূচনার বাচ্চা এবং সুচণাকে ভালোবাসি। সূচনা ওকে গাড়ি চালেতে শিখিয়েছে, যার জন্য আদিবাসী মেয়ে হিসেবে ভাবিনি গর্বিত।
Bhabini joined Suchana in 2004 as the first teacher. She teaches Santali to the small children in ELG and looks after the Pre-School. She also does Adivasi Support Development to improve the Santali language and teaches Santali rhymes and songs in her Activity group. She’s the first Santali girl from her village to go to college. Suchana taught her to drive car and she’s very proud of it!