Ashis Goswami
আশিষ সূচনার একজন ITE শিক্ষক, ও সূচনার ক্লাস V থেকে X পর্যন্ত ইতিহাস এবং ভূগোল পড়ায়। ২০১৪ সালে সূচনায় যুক্ত হয়। প্রথম দিকে সূচনায় কি কি প্রোগ্রাম চলে সেই সম্পর্কে কোন ধারানো আশিষের ছিল না। ধীরে ধীরে কাজ করতে থাকায় এবং বিভিন্ন প্রোগ্রাম-এ যুক্ত হতে থাকায় আশিষের মন বিশেষ ভাবে আকর্ষিত হয়েছে।
Ashish is an ITE staff, and teaches history and geography to children between class 5 – 10. He joined in 2014. Ashish originally did not know much about Suchana’s various programmes, but has since got to know all sides of Suchana’s work and has enjoyed this.